টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা

এস,এম মনির হোসেন জীবন : গাজীপুরের টঙ্গীর মোক্তার বাড়ি এলাকায় সৈকত (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সৈকত টঙ্গীর দত্তপাড়া টেকবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে টঙ্গীর মোক্তারবাড়ির এক্সিলেন্ট স্কুল রোড এলাকার গলিতে দুর্বৃত্তরা সৈকতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
টঙ্গী থানার এসআই মো. আশরাফুল হাসান জানান, রাত ১১টার দিকে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রæতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।