টঙ্গীতে রোহিঙ্গা নারীর বিয়েতে জন্মসনদ দিলেন কাউন্সিলর

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) কাউন্সিলর আবুল হাসেম কর্তৃক জন্ম সনদ দিয়ে রোহিঙ্গা নারী ফাতেমা আক্তার ওরফে ফতে ওরফে ফতু (১৮)কে স্থানীয় মো. সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবকের সাথে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর থেকে এলাকায় চা ল্যের সৃষ্টি হয়েছে।

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারা নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশী নাগরিকদের বিয়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠে। সেই থেকে রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের বিয়ে নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। ততাপিও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর (বিএনপি সর্মথিত) মো. আবুল হাসেম ও তার সচিবসহ সিটি করেপোরেশনের কর্মকর্তাগন, স্থানীয় কাজী এবং কতিপয় লোকজন কি করে একজন রোহিঙ্গা নারীকে জন্ম সনদ প্রদানের মাধ্যমে স্থানীয় যুবকের সাথে বিয়ে দিলেন ? তা কারো বোধগম্য নয় !! এলাবাসির অনেকে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই নারী তাদের একজন। পরে ফাতেমাসহ তার পিতা নজরুল ইসলাম ওরফে নুর মোহাম্মদ ও মা তামিনা খাতুন ওরফে আয়েশা খাতুন কক্সবাজারের উখিয়াস্থ বালু খালী ক্যাম্পে অবস্থান নেয়। সম্প্রতি ওই মেয়ে টঙ্গীর জিন্নাত মহল্লায় আশ্রয় নেয়।

একই এলাকায় বসবাসরত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চরামদ্দি ইউনিয়ন-বাদলপাড়া গ্রামের সাদেক মেস্তরীর ছেলে সাইফুল ইসলামের সাথে তার পরিচয় হয় এবং দুজনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরে উভয়ের আত্বীয় স্বজনের মাধ্যমে তাদের বিয়ে দেয়ার সম্পন্ন হয়। বিয়ের রেজিষ্ট্রি ক্ষেত্রে জন্ম নিবন্ধনের প্রয়োজন হলে সাইফুল ইসলামের বাবা সাদেক মেস্তরী ও মা নূরজাহান বেগমসহ আত্বীয় স্বজনরা মিলে স্থানীয় লোকজনের সহযোগীতায় ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম বরাবর জন্ম সনদ প্রদানের জন্য আবেদন করে এবং আবেদনপত্রটি কাউন্সিলরের সচিবের নিকট জমা দেয়। ওই আবেদনের প্রেক্ষিতে জন্ম সনদ ইস্যু তারিখ ৪ মে ২০১৯ ইং, নিবন্ধন বহি নং-৩১ ও জন্ম নিবন্ধন নং-২০০০৩৩৯৩৩৫৫১০৫৮৭৩ ইস্যু করেন।

যেখানে জিসিসির স্যানেটারী ইন্সপেক্টর মো. আরশাদ হোসেনের ২০ জুন ২০১৯ ইং তারিখের স্বাক্ষর এবং আ লিক কর্মকর্তা মো. জহিরুল ইসলামের তারিখ বিহীন স্বাক্ষর রয়েছে।

এদিকে টঙ্গী বেঙ্গলের মাঠ (বালুর মাঠ) এলাকার বাসিন্দা ও ৫৩ নং ওয়ার্ড নিবন্ধিত কাজী মো. আউয়ালের সহযোগী মো. আবু তাহের গত ৩০ মার্চ ২০১৯ ইং ওই রোহিঙ্গা নারী ফাতেমা আক্তার ও সাইফুল ইসলামের বিয়ের রেজিষ্ট্রি কার্য সম্পন্ন করেন।

আবু তাহের জানান, গত ৩০ মার্চ ২০১৯ ইং জিন্নাত মহল্লার কয়েকজন মুরব্বী জন্ম সনদসহ ওই ছেলে মেয়েদের নিয়ে আমার অফিসে আসলে আমি তাদের কাগজপত্রে বাংলাদেশী নাগরি সনাক্ত করে কাবিন নামা রেজিষ্ট্রি করে বিয়ে পড়িয়ে দিয়েছি। কিন্তু গত ৫/৬ দিন পূর্বে ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলরসহ কয়েকজন দেওড়ার মন্ডল মার্কেটে কাজী অফিসে এসে মূল জন্ম সনদপত্রটি উঠিয়ে নিয়ে যায়। তবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে সাইফুল ইসলাম ও রোহিঙ্গা নববধূ ফাতেমা আক্তার টঙ্গীর মাছিমপুর এলাকার জিনাত মহল্লায় বসবাস করে আসছেন বলে শুনেছি।

রোহিঙ্গা নারী ফাতেমা আক্তার জানান, আমার জন্ম মায়ানমারে, গন্ডগোলের সময় আমার বাবা, মা-সহ আমরা ৫ ভাই ও ৩ বোন কক্সবাজার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিই। ফাতেমা আরো জানায়, আমার ভাই আজগর গত ১৫/২০ বছর আগে বাংলাদেশে আসে এবং টঙ্গীতে এসে বসবাসের সুবাধে একটি জুটের দোকানে কাজ করতে থাকে। গত ৩/৪ বছর আগে আমি টঙ্গীতে আমার ভাইয়ের বাসায় বেড়াতে আসি। ওই সময় আমার সাথে সাইফুলের পরিচয় হয়। পরে কয়েক দিনের জন্য আমি আমার বাবা ও মায়ের কাছে (উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে) চলে গিয়েছিলাম। গত ৮/৯ মাস আগে পুনরায় আমি আমার ভাইয়ের কাছে ফিরে আসলে আমার ভাই ও স্থানীয় লোকজন আমাকে সাইফুলের সাথে বিয়ে দেয়। ওই সময় আমি ও সাইফুলের পরিবারের লোকজন এই এলাকার কাউন্সিলরে অফিসে দরখাস্ত দিয়ে জন্ম সনদ সংগ্রহ করি। আমার ভাইও এই এলাকার ভোটার। তারও ভোটার আইডি কার্ড (স্মার্ট কার্ড) রয়েছে। বর্তমানে আমি প্রায় ৭ মাসের অন্তসত্তা।

এব্যাপারে জিসিসি ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম বলেন, এরা এই এলাকার না,ওরা এক সময় রোহিঙ্গা ছিলো। তবে দির্ঘদিন যাবত এই এলাকায় বসবাস করছে বলে জানি। মেয়েটির ভাই এই এলাকার ভোটার। সেই সূত্রে তার আবেদনের প্রেক্ষিতে জন্ম সনদ ইস্যু করা হয়।

টঙ্গী পশ্চিম থানা অফিসার্স ইনচার্জ মো.এমদাদুল হক বলেন, আমরা ঘটনাটি শুনেছি, একজন রোহিঙ্গা নারীর জিন্নাত বস্তিতে বিয়ে হয়েছে। আমরা তার খোঁজে গিয়েছিলাম। মেয়েটি এখন কাউন্সিলরের তত্বাবধানে রয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।