
রবিউল ইসলাম টঙ্গীঃগাজীপুরের টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলের স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মহাসড়কের এক পাশ অবরোধ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে নানা অনিয়ম, প্রধান শিক্ষকের দুর্নীতিসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে সকাল সাড়ে ১০টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। এক পর্যায়ে তারা মহাসড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ করে।
টঙ্গী থানার ভারপ্রাপ্তো কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।