টঙ্গীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

রবিউল ইসলাম, টঙ্গী : গাজীপুরের টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলের স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মহাসড়কের এক পাশ অবরোধ করেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
––শিক্ষার্থীরা জানায়, বিদ্যাল‌য়ে নানা অ‌নিয়ম, প্রধান শিক্ষ‌কের দুর্নী‌তিসহ নানা অ‌ভি‌যো‌গে প্রধান শিক্ষ‌কের অপসারণ দা‌বি ক‌রে সকাল সা‌ড়ে ১০টা দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা টঙ্গী বাজার এলাকায় ঢাকা ময়মন‌সিংহ মহাসড়ক নেমে আসে। এক পর্যায়ে তারা মহাসড়কের এক পাশ দুপুর ১২টা পর্যন্ত অবরোধের সৃষ্টি করে স্কুলের শ্রেণী কক্ষের আসবাবপত্র ভাংচুর ও বিক্ষোভ করে। পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় শিক্ষার্থী ও প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
টঙ্গী থানার ও‌সি ফি‌রোজ তালুকদার জানান, বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষ‌কের অপসারণ দা‌বি ক‌রে শিক্ষার্থীরা সড়ক অব‌রোধ করে‌ছে। তা‌দের বুঝি‌য়ে মহাসড়ক থে‌কে সরা‌নোর চেষ্টা চল‌ছে।