টঙ্গীতে শিশু ধর্ষণ ; ধর্ষক গ্রেফতার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর সাতাইশ খরতৈল ব্যাংক পাড়া এলাকার আবু মিয়ার বাড়িতে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়রা লম্পট মাহফুজুর রহমান সুমনকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।
ধর্ষিতার বাবা রিকশা চালক আব্দুল আলী জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় শিশুটির বাবা দরিদ্র রিকসা চালক আব্দুল আলী ও মা পোষাককর্মী নাসিমা কাজে বের হয়ে যায়। এরপর বেলা সাড়ে ১০ টায় শিশুটিকে একা পেয়ে একই বাড়ির ভাড়াটিয়া লম্পট মাহফুজ আম খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এসময় শিশুটি ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোক জন ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এদিকে আশপাশের লোকজন লম্পট মাহফুজকে আটক করে গনধোলাই ও মাথার চুল ছেটে দিয়ে টঙ্গী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী থানার এসআই নিতাই চন্দ্র দাসসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক লম্পট মাহফুজকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত মাহফুজ যশোর জেলার অভয়নগর থানা এলাকার সিদ্ধিপাশা গ্রামের খায়রুল ইসলামের ছেলে।