
এস,এম মনির হোসেন জীবন : মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি নিয়ে বিরোধের জের হিসেবে গাজীপুর মহানগরী টঙ্গীতে পৃথক দু’টি সন্ত্রাসী হামলায় ৫৫ নং ওযার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম আব্দুল আলীম ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হানিফুর রহমান (৩৫) সহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছে । আহতদেরকে টঙ্গী সরকারী হাসপাতাল ও অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হানিফুর রহমান (৩৫) চা দোকানী আবুল কাশেম, মোর্শেদ আলম। বাকীদের নাম জানা জায়নি। মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি করায় প্রতিপক্ষের দলের সন্ত্রাসীরা এঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা করা হচেছ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও জনমতে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল বুধবার সকালে টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ড ও খরতৈল পশ্চিমপাড়া সুখি নগরে পৃথক দু’টি এলাকায় এ ঘটনাটি ঘটে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসি, পুলিশ ও আহতরা জানান, গতকাল বুধবার সকাল ৭টার দিকে টঙ্গীর খরতৈল পশ্চিমপাড়া সুখি নগরে মোটরসাইকেলের বহর নিয়ে ফিল্মি কায়দায় এলাকাবাসীর ওপর হামলা করে একদল সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হানিফুর রহমান (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাতœক জখম করে। গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হানিফুর রহমান (৩৫) সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে গেলে তাকেও উপর্যপুরি কুপিয়েছে সন্ত্রাসীরা। ৫টি মোটর সাইকেল যোগে আসা ১০ থেকে ১৫ জনের সন্ত্রাসী বাহিনী এভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়। যাওয়ার পথে সন্ত্রাসীরা রাস্তায় যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে। এতে আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত চা দোকানী আবুল কাশেম, মোর্শেদ আলম ও ছাত্রলীগ নেতা হানিফুর রহমানকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও জনমতে আতঙ্ক বিরাজ করছে। মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি নিয়ে বিরোধের কারণে এঘটনাটি ঘটেছে।
এদিকে,গতকাল বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুুর মহানগরীর ৫৫ নং ওযাার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম আব্দুল আলীমকে তার নিজ বাসার সামনে ১০/১২ জন চিহ্নত সন্ত্রাসীর অতর্কিত হামলা চালায় । তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রদিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে । এসময় সন্ত্রাসীদের চাপাতির কুপে ঘটনাস্থলেই আবুল কাশেম (৪৬) নামের এক চা দোকানীর বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অপর চা দোকানী মোর্শেদ আলমের (২৬) ডান পা হাটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান জানান, ইদানিং এলাকায় মাদক ব্যবসা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তারা সন্ত্রাস ও মাদক নির্মূলের জন্য গত প্রায় দুই মাস আগে একটি প্রতিরোধ কমিটি গঠন করেন। আবুল হোসেনকে সভাপতি ও আসিফ ইকবালকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়। একই উদ্দেশ্যে গত দুই বছর আগে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী মিয়াকে সভাপতি ও দেলোয়ার হোসেন ডালীকে সাধারণ সম্পাদক করে মাদক ও সন্ত্রাস বিরোধী আরো একটি কমিটি গঠন করা হয়েছিল।
ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান আরও জানান, উভয় কমিটি বর্তমানে সম্মিলিতভাবে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধের ঘোষণা দেয়। এর জের ধরে টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসী ফাটা মনির এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে ভীতি সঞ্জার করতে দলবল নিয়ে বুধবার সকালে শক্তি প্রদর্শন করে। এসময় সন্ত্রাসীরা এলাকার সাধারণ মানুষকে কুপিয়ে ও পিটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।