
রবিউল ইসলাম, টঙ্গীঃ গাজীপুরের টঙ্গীর আমতলী এলাকায় সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের বহনকৃত গাড়ির চাপায় দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সামিয়া (২)। বৃহস্পতিবার সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের আমতলি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় নিহতের মা সাথী বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আসঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহত সামিয়া ব্যাংক মাঠ বস্তি এলাকার জীবন মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাড়ে ১১টার দিকে সামিয়া ও তার মা সাথী বেগম রিকশায় করে ব্যাংক মাঠ বস্তিতে যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশাটি আমতলী এলাকায় পৌছলে কাউন্সিলরের দ্রুত গতির (গাজীপুর ক-০২) জিপ গাড়িটি তাদের বহনকারী রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সামিয়া মৃত্যু হয় এবং তার মা সাথী বেগম গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী সাথী বেগমকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায় । পরে সেখানে অবস্থার অবনতি হলে সাথী বেগমকে উত্তরার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক অপু মিয়া বলেন, কাউন্সিলর হেলাল উদ্দিনের গাড়ির চাপায় ওই শিশুটি নিহত হয় এবং তার মা আহত হয়েছে। আমি ধাওয়া দিয়ে গাড়িটিকে ষ্টেশন রোড এলাকায় আটকে গাড়ির ছবি তুললে কাউন্সিলর হেলাল আমার কাছ থেকে মোবাইল নিয়ে তা ডিলিট করে দেয় এবং এটি প্রকাশ না করতে আমাকে হুমকি প্রদান করে। এ সময় ওই গাড়িতে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেহাজ উদ্দিন ও উপস্থিত ছিলেন বলে জানায় অপু।
এ ব্যাপারে কাউন্সিলর হেলালের সাথে (মুঠোফোনে) যোগাযোগ করা হলে তিনি তার গাড়ির চাপায় শিশুটি মারা যাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমার গাড়ি নয় এটি গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি। আর ওই গাড়িতে আমি ছিলাম না। চালকের কাছ থেকে শুনতে পেরেছি গাড়ি চাপায় শিশুটি মারা যায়নি। যে অটোরিকশা দিয়ে তারা যাচ্ছিল সেইটির চাকা রাস্তায় ভেঙ্গে পড়লে মেয়েটি রাস্তায় পড়ে গিয়ে নিহত হয়।
এ ঘটনায় টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল ও স্থানীয় সূত্রে আমরা ঘটনার সম্পর্কে জেনেছি। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।