মো. রবিউল ইসলাম,টঙ্গী ॥ গাজীপুরের টঙ্গীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পারভেজ মাসুদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে টঙ্গী এরশাদ নগর এলাকার ১নং ব্লকের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুত্বর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত পারভেজ মাসুদ গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে স্থানীয় এরশাদ নগর এলাকার মো. দাদন মিয়ার ছেলে।
টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক মাহামুদুল ইসলাম জানান, এরশাদ নগর এলাকার ফুলকলি মডেল একাডেমির তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ মাসুদকে সোমবার গভীর রাতে একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা সেলিম মিয়া জানান, আমার মেয়েকে বাসার সামনে থেকে ফুসলাইয়া তার নিজ বাসায় নিয়া যায়। পরে বাসায় নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক মুখে চাপদিয়ে ধরে মেয়ের ইচ্ছার বিরুন্ধে জোরজবরদস্তি করে ধর্ষন করে এবং ভয়ভীতি দেখিয়ে বলে যদি এব্যপারে কারো কাছে কিছু বলিস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো।
এব্যপারে ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল হোসেন জয়ের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মহানগর ছাত্রলীগের নেতাদের সাথে আলাপ আলোচনা করে দল থেকে বহিস্কারের ব্যবস্থ নেওয়া হবে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, এরশাদনগর এলাকার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ মাসুদকে সোমবার ভোরে একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার হয়েছে।