টঙ্গী প্রতিনিধি
গাজীপুর জেলার টঙ্গীর কলেজগেট এলাকায় স্কুলছাত্রী তাসনিহ আক্তার রাফা সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠী, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ বুধবার (০৭.০৯.২০১৬) সকাল ৮টা থেকে প্রায় দুই ঘন্টা মহাসড়কে বিক্ষোভ করে শত শত সহপাঠি, শিক্ষার্থী। একপর্যায়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় সকাল ৮থেকে প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে দু-পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। । এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে টঙ্গী ও তার আশপাশের হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিক্ষোভের সময় কলেজগেইট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায় শিক্ষার্থীরা। তবে ইতোপূর্বে বেশ কয়েকবার ফুট ওভার ব্রিজ নির্মানের আশ্বাস দিলেও তা বাস্তবায় করেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ। সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিহ আক্তার রাফা ও তার মা রাবেয়া খাতুন বাসায় ফেরার পথে গত রোববার সন্ধায় বলাকা পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মোডিকেল কালেজ হাসপাতালে নেয়ার পথে তাসনিহর মৃত্যু হয়।
এব্যাপারে সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মো. জাফর ইকবাল বলেন, ওই এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় গত কয়েক বছরে বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। ইতিপূর্বেও আমরা স্থানীয় এমপি মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও সংশিষ্ট কর্মকর্তাদের কাছে এবিষয়ে কথা বলেছি। তারা একটি ওভারব্রীজ তৈরি করে দেয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু অদ্যাবধি কি কারণে ওভারব্রীজটি নির্মাণ হয়নি তা আমি অবগত নই। এ ঘটনার প্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আসন্ন কোরবানী ঈদ শেষে টঙ্গী কলেজ গেইট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মানের আশ্বাস দেন তিনি।