অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে মহানগর ও থানা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কে এম নাছির উদ্দিন নাসিরের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান, সধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ন-সধারন সম্পাদক মো. মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুর রহমান কিরণ, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ, মহানগর স্বেচ্ছসেবকলীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক (বাবু), সাধারন সম্পাদক মো. মনির হোসেন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. রুহুল আমিন মনি সরকার, সহ-সভাপতি মো. সাইদুল হক প্রধান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেনসহ বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


