
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী’র শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী সাজ্জাদ হোসেনকে (২৮) জোরপূর্বক তুলে নিয়ে মারধরের অভিযোগে ৮ যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
সাজ্জাদ কর্তৃক দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, সে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আউট সোর্সিং হিসেবে কর্মরত। হাসপাতালের ডিউটি রোস্টার অনুযায়ী সে হাসপাতালে রাত ৮টা থেকে নিরাপত্তা প্রহরী হিসাবে কর্তব্যরত থাকা অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি, এর মধ্যে ১জনের হাত কাটা অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসে। সাজ্জাদ এ সময় তাদের সাথে কথা বলতেছিলো। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে সাজ্জাদকে গালাগালি করতে থাকে। এ সময় আরো ৫ জন যুবক তাদের সাথে যুক্ত হয়ে সাজ্জাদকে মারধর করতে থাকে। এসময় ইমারজেন্সিতে কর্তব্যরত ব্রাদার আউয়াল তাদের ফেরাতে গেলে তারা তাকেও মারধর করে। পরে অজ্ঞাতনামা যুবকরা সাজ্জাদকে জোরপূর্বক মধ্য-আরিচপুর গরু হাটা বালুর মাঠে নিয়ে বিদ্যুতের তার ও লোহার পাইপ দিয়ে বেধড়ক মারধর করে আহত করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ গরু হাটা বালুর মাঠ থেকে সাজ্জাদকে উদ্ধার এবং আকাশ (১৭), হারুন মৃধা (১৭), রাসেল মিয়া (১৬), শিফাত হোসেন রাতুল (১৭), ইনসাফ তাহমিদ প্রত্যয়(১৬), শাওন ইসলাম (১৫), নাহিদ হাসান (১৭), ও নাজির হাসান লিমনকে (১৭) গ্রেফতার করে। এ ঘটনায় ৮ জনকে আসামী করে মামলা হয়েছে। আহতকে উক্ত হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, একটি বিশেষ সূত্রে জানা যায়, হাসপাতালের আউট সোর্সিং সাজ্জাদ ও তার সহযোগী অপর এক যুবক মিলে গত প্রায় ১৫/১৬ দিন আগে শিফাত ও নাহিদ হাসান হাসপাতালে এলে তাদের মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে ৭ হাজার টাকা নেয়। এ ঘটনার ৬/৭ দিন পর সাজ্জাদকে মিরাশপাড়া এলাকায় একা পেয়ে শিফাত ও নাহিদ হাসানগং আটক করে টাকা ফেরৎ চায়। ওই সময় সাজ্জাদের কতিপয় বন্ধুরা ১ সপ্তাহের মধ্যে ওই টাকা ফেরৎ দেয়ার আশ্বাস দিয়ে ছাড়িয়ে আনে। সময়মতো টাকা ফেরৎ না দেয়ায় রোববার রাত সাড়ে ১২ টায় শিফাত ও নাহিদ হাসানগং তাদের বন্ধু কায়সার হোসেন (১৭) এর হাত কাটা নিয়ে হাসপাতালে আসার পর সাজ্জাদকে পেয়ে তার কাছে ৭ হাজার টাকা দাবী করে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে শিফাত ও নাহিদ হাসানগং আউট সোর্সিং সাজ্জাদকে জোরপূর্বক উঠিয়ে মধ্য-আরিচপুর গরু হাটা বালুর মাঠে নিয়ে মারধর করে। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের দুটি টহল দল অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ৮ যুবকে গ্রেফতার ও সাজ্জাদকে উদ্ধার করেন। স্থানীয়দের ধারনা, পূর্ব বিরোধ ও মাদক ব্যবসা এবং টাকা লেনদেনের জের ধরেই হাসপাতাল অভ্যন্তর থেকে সাজ্জাদকে গভীর রাতে তুলে নিয়ে মারধর করা হয়েছে। সম্প্রতি একটি চক্র টঙ্গী এই হাসপাতালটির অভ্যন্তরে মাদক সেবনসহ ব্যবসা চালিয়ে আসছে বলেও স্থানীয়রা অভিযোগ করেন।
এব্যাপারে আউট সোর্সিং কর্মচারী সাজ্জাদ হোসেনের মুঠোফোনে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.পারভেজ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনাটি শুনেছি, একদল দুস্কৃতিকারীরা গভীর রাতে হাসপাতালে প্রবেশ করে একজন কর্মচারীকে মারধর করে তুলে নিয়ে হত্যার চেষ্টা করেছে, পুলিশ পুরো গ্যাংটা ধরেছে। আইনী পক্রিয়া চলছে। সম্প্রতি উক্ত হাসপাতাল অভ্যন্তরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন এবং টাকা লেনদেন সর্ম্পকে তিনি বলেন, বিষয়গুলো আমার জানা নেই, এমন হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।