টঙ্গীতে ৪০ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

গ্রেফতার

এস.এম মনির হোসেন জীবন : গাজীপুরের টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ৪০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন মো: লালন (৩০) ও সোলেমান (৫০) । গতকাল বুধবার সকালে আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে জিঞ্জাসাবাদ শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অাটককৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলা ডিবি পুলিশের ইনপেক্টর মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জিহাদুলসহ পুলিশ সদস্যদের সাথে নিয়ে মরকুন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ টি প্লাষ্টিকের বস্তায় প্রায় ৪০ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী লালন ও সোলেমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় গাজার পাইকারী ও খুচরা ব্যবসা পরিচালনা করে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে টঙ্গী মডেল থানায় একটি মামলা হয়েছে।