
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক থেকে আশরাফ টেক্সটাইল মিল স্কুলের শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এরপর দুপুর ১২টা থেকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে আশরাফ টেক্সটাইল মিলের স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ এবং দুই শিক্ষককে পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশ অবরোধ করে শিক্ষার্থীরা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রধান শিক্ষকের দুর্নীতিসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ এবং দুই শিক্ষককে পুনর্বহালের দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। এক পর্যায়ে তারা পৌনে ১১টার দিকে মহাসড়কের এক পাশ অবরোধ করে।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের দুই শিক্ষক আবু হারুন ও আবু বকর সিদ্দিককে সম্প্রতি অপসারণ করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। প্রধান শিক্ষক নিজেই দুর্নীতিগ্রস্ত। তিনি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়েছেন। এর প্রতিবাদ করায় ওই দুই শিক্ষককে অপসারণ করা হয়েছে।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে দুপুর ১২টার দিকে ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।