টঙ্গী রেলস্টেশনে দুই বস্তা বিদেশি সিগারেটসহ আটক ১

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে দুই বস্তা বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। রবিবার (৩১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

আটক বুলবুল (৬০) নীলফামারী জেলার জলডাঙ্গা থানার উত্তর দেশিভাই গ্রামের বাসিন্দা। তিনি মৃত কসর আলীর ছেলে।রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে বুলবুলের কাছ থেকে দুই বস্তায় থাকা মোট ১৬৮০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার মধ্যে ছিল ৩৮ কার্টন ওরিজ ও ১৩০ কার্টন পেট্রন ব্র্যান্ডের সিগারেট।

এসআই জিন্নাহ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুলকে আটক করা হয়। তার কাছে থাকা সিগারেটগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে, যা রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল।এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’