টঙ্গী সরকারি হাসপাতাল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতাল থেকে শুক্রবার সকালে ফাতেমা-তুজ-জোহরা মনিষা (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মনিষার বাবা ও পরিবারের সদস্যদের অভিযোগ, মনিষাকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে। মনিষা ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের ব্যবসায়ী মোস্তফা কামালের মেয়ে।

মোস্তফা কামাল জানান, প্রায় ১৬ মাস আগে উত্তরার দক্ষিণখান এলাকার দেওয়ান বাড়ির হাজী আক্তারুজ্জামানের ছেলে এএসএম তারেকের সঙ্গে মনিষার বিয়ে হয়। তারেক একটি বেসরকারি ব্যাংকে চাকরি করে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে তারেকের বাবা মোবাইলে ফোন দিয়ে জানায় মনিষা গলায় উড়না পেঁচিয়ে বাথরুমে ঝুলে ছিল। তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, রাত পৌনে ৩টার দিকে তিনি হাসপাতালে গিয়ে দেখেন সেখানে তারেক ও তার বাবা-মা অপেক্ষা করছে। জরুরি বিভাগের চিকিৎসক মনিষাকে মৃত ঘোষণা করলে লাশ ফেলে স্বামী-শাশুড়ি পালিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে মনিষার লাশ টঙ্গী সরকারি হাসপাতালে আনা হয়। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এক পর্যায়ে মনিষার শ্বশুরও গা ঢাকা দেয়।

তিনি আরো জানান, কিছুদিন আগে বাসার এসি নষ্ট হয়ে গেছে জানিয়ে মনিষা তাকে একটি নতুন এসি কিনে দিতে বলেছিল। সোমবার ছেলেকে দিয়ে তিনি এক লাখ টাকা পাঠিয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, তার মেয়েকে তারেক শ্বাসরোধ করে হত্যা করেছে। ওরা লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে। ঘটনার পর থেকে তারেকের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে তারেকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

টঙ্গী থানার এসআই আবদুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, টঙ্গী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে।