
সংবাদদাতা: গাজীপুরের টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের সাইনবোর্ডে ‘এ অফিস দুর্নীতিমুক্ত’ লেখা থাকলেও, ভেতরে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না বলে অভিযোগ করেছেন জমি ক্রেতা ও বিক্রেতারা। সাধারণ জনগণের বয়ানের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে, এবং এর দায় সম্পূর্ণ জনগণের ওপর বর্তায়।
জমির ক্রেতা-বিক্রেতারা অভিযোগ করেন, টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং দলিল লেখক সমিতির একটি শক্তিশালী সিন্ডিকেট দুর্নীতিকে এখানে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। দলিল সম্পাদনের সময় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এছাড়া, মূল দলিলের নকল তুলতে গেলে দ্বিগুণ টাকা বেশি দিতে হয়। সেবাগ্রহীতাদের অভিযোগ, অতিরিক্ত টাকা না দিলে তাদের দলিল আটকে রাখা হয় এবং চাপের মুখে ঘুষ দাবি করা হয়।
টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসটি গাজীপুরের একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পুবাইল ও গাছা থানার জমি জমার দলিল এখানেই সম্পাদিত হয়। দীর্ঘদিন ধরে এখানে কোনো রেজিস্টার না থাকায় পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার সাব-রেজিস্টারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি টঙ্গী দলিল লেখক সমিতির সভাপতিকে একাধিকবার পত্র প্রেরণ করে। ২৫/০৮/২০২৫, ১০/০৯/২০২৫ ও ১৫/০৯/২০২৫ তারিখে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো পত্রগুলোতে জমি কেনাবেচা ও রেজিস্ট্রির সময় অতিরিক্ত অর্থ আদায়ের প্রসঙ্গে জানতে চাওয়া হয়। ১৫/০৯/২০২৫ তারিখের পত্রটি তিনি গ্রহণ করেননি এবং বার্তা বিভাগে ফেরত পাঠান।
দলিল লেখক সমিতির সভাপতি এই বিষয়ে লিখিত বা মৌখিক কোনো জবাব দেননি। এর পরিপ্রেক্ষিতে, সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি বিষয়টি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে পত্রের মাধ্যমে অবগত করেছে। বিস্তারিত প্রতিবেদন পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।