
ক্রীড়া ডেস্ক: আগের ম্যাচে ‘পুচকে’ হাডার্সফিল্ডের কাছে হেরে কম কথা শুনতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের বস হোসে মরিনহোকে। প্রতিপক্ষের মাঠে তার দল হেরেছিল ২-১ ব্যবধানে।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ ওই হারের পর ছিলেন বিমর্ষ। তবে সেই হারের ক্ষত বেশিক্ষণ টিকতে দিলেন না শিষ্যরা। শনিবার রাতে ঘরের মাঠে টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে আবারও লিগ শিরোপার লড়াইয়ে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে অঁতনি মার্শিয়ালের একমাত্র গোলে জিতেছে স্বাগতিক দল।
অন্যদিকে লিগে এটি টটেনহামের দ্বিতীয় হার। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি টটেনহামের সেরা তারকা হ্যারি কেইন। তার অভাব বেশ ভালোভাবে টের পেয়েছে দলটি। তবে শক্তিশালী টটেনহামের বিপক্ষে জয়টা অবশ্য সহজে পায়নি ম্যানইউ। ৮০ মিনিটে পর্যন্ত গোলশূণ্য ছিল দুই দলের লড়াই। পরের মিনিটে লুকাকুর হেড থেকে বাড়ানো পাসে বল লক্ষ্যভেদ করেন মার্শিয়াল। শেষ ৯ মিনিটে আর গোল পরিশোধ করতে পারেনি সফরকারীরা।
১০ ম্যাচে এটি ম্যানচেস্টার ইউনাইটেডের সপ্তম জয়। দুটি ম্যাচ ড্র ও একটি ম্যাচ হেরেছে তারা। কোনো ম্যাচ না হারা ম্যানচেস্টার সিটি রয়েছে পয়েন্ট টেবিলের সবার উপরে। ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে তারা। ড্র করেছে ১টি। ১০ ম্যাচে ৬ জয় নিয়ে তিনে রয়েছে টটেনহাম।