বিনোদন ডেস্ক : টপ শটে শহরের বিভিন্ন অংশ। মিড লং শটে দেখা যায়- নয়া লুকে বেরিয়ে আসছেন অমিত হাসান। নেপথ্য কণ্ঠে ভেসে আসছে- ‘রঙের হোলি আমার পছন্দ না। আমার পছন্দ রক্তের হোলি।’ এরপর একে একে পর্দায় ভেসে আসে অ্যাকশন দৃশ্য।
চোখে সোনালি রঙের ফ্রেমে কালো চশমা। গলায় সোনালি রঙের মোটা আকৃতির চেইন। দুই হাতে একই রঙের ব্রেসলেট। পরনে জিনস আর শার্ট। ঠোঁটে দিয়াশলাইয়ের কাঠি। নায়কোচিত এমন রূপে একটি হেলিকপ্টার থেকে নেমে আসছেন শাকিব খান। নেপথ্য কণ্ঠে শোনা যাচ্ছে- বস বস বস! এরপর শাকিবকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যায়।
মনোরম পরিবেশের একটি লোকেশন ধরে হেঁটে আসতে দেখা যায় বুবলিকে। দুধে আলতা শরীরের রঙ আর পরনে লাল রঙের পোশাক দুই মিলে অন্য এক বুবলির আগমন ঘটে পর্দায়। এ সময় শাকিব বলেন, ‘হায় আবার মরছি।’
বলছি- ‘বসগিরি’ সিনেমার ফার্স্ট লুকের কথা। গতকাল শুক্রবার রাতে ললিপপের ইউটিউব চ্যানেলে ফার্স্ট লুকটি প্রকাশিত হয়েছে। এতে এমন দৃশ্য দেখা যায়। এ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি।
গত ২৮ আগস্ট এ সিনমার একটি গান প্রকাশিত হয়েছে। প্রকাশিত গানটিও দর্শকদের বেশ মন কেড়েছে। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘বসগিরি’ সিনেমাটি। শাকিব-বুবলি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।
দেখুন : ‘বসগিরি’ সিনেমার ফার্স্ট লুক