টম ক্রুজের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন আনা

শিগগিরই থ্রিলার সিনেমা ‘ডিপার’র শ্যুটিং শুরু করতে যাচ্ছেন আনা দে আরমাস ও টম ক্রুজ। তাদের এই জুটি হলিউডের এক বড় ধরনের কোলাবোরেশন হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র।

পিপল ম্যাগাজিন একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, ৩৭ বছর বয়সি কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস এবং ৬৩ বছর বয়সি টম ক্রুজ সম্প্রতি ভারমন্টে একসঙ্গে সময় কাটিয়েছেন, যেখানে আনার একটি বাড়ি রয়েছে। এরপর তারা কিছুদিনের জন্য ইংল্যান্ডে ছুটি কাটাতে যান।

সূত্রটি জানায়, ‘এখন তারা দুজনেই তাদের নতুন প্রকল্প শুরু করার দিকেই মনোযোগ দিচ্ছেন। এটি তাদের উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। শুটিং শিডিউল হবে খুবই ব্যস্ত, তবে তারা প্রস্তুত।’

সূত্রটি আরও জানায়, আনা দে আরমাস প্রথমবার টম ক্রুজের সঙ্গে কাজ যাওয়ায় খুবই উত্তেজিত এবং কিছুটা নার্ভাসও।

সূত্র মতে, আনা জানেন টম সেটে অনেক উচ্চ মান বজায় রাখেন, তবে তিনি চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত। ‘ব্যালেরিনা’খ্যাত এ অভিনেত্রী এই এই চরিত্রে নিজের সর্বোচ্চটা ঢেলে দিতে।

যদিও আনা ও টম তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। গত ফেব্রুয়ারিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এই বিষয়ে কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।

সূত্রটি আরও জানিয়েছে, ‘আনা ভারমন্টকে ভালোবাসেন। এটি তার বিশ্রাম এবং পুনরুজ্জীবনের স্থান। তিনি টমকে আতিথ্য দিতে পেরে খুব খুশি ছিলেন এবং তাকে তার প্রিয় জায়গাগুলো ঘুরে দেখান।’

টম ক্রুজ ও আনা দে আরমাস — দুজনেই অ্যাকশনধর্মী চরিত্রে কাজ করার জন্য পরিচিত। টম ক্রুজ সাধারণত নিজের স্টান্ট নিজেই করেন এবং এই থ্রিলারেও তার সেই স্বতন্ত্র অভিনয়শৈলী দেখা যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, আনা ধীরে ধীরে হলিউডে একজন উদীয়মান অ্যাকশন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।

তথ্যসূত্র: সামাটিভি