
ক্রীড়া ডেস্ক : বিপিএলের ষষ্ঠ ম্যাচে মাঠে নেমেছে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করছে দারুণ ছন্দে থাকা সিলেট সিক্সার্স।
রাজশাহী দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। নিহাদুজ্জামানের পরিবর্তে খেলছেন হোসেন আলী। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সিলেট সিক্সার্স। আগের ম্যাচে খেলা শুভাগত হোমের পরিবর্তে আজ খেলছেন কামরুল ইসলাম রাব্বি। আর ক্রিসমার সান্টোকির পরিবর্তে খেলছেন দানুস্কা গুনাথিলাকা।
সিলেট তাদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। অন্যদিকে রাজশাহী তাদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হার মেনেছে। আজ রাজশাহী জিতলে তৃতীয় কোনো দল হিসেবে বিপিএলের চলতি আসরে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে জয় পাবে। আর সিলেট জিতলে নাসির হোসেনের নেতৃত্বে টানা তৃতীয় জয় তুলে নিবে।