টাইগারদের জয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট : মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ১০৮ রানে ইংল্যান্ডকে পরাজিত করে। দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক এ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা। এ ছাড়া অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন।

রাষ্ট্রপতির অভিনন্দন : রাষ্ট্রপতি আবদুল হামিদ সফররত ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেষ্টে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি আজ রোববার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই জয়লাভ করায় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর অভিনন্দন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে পরাজিত করায় সকল খেলোয়াড়, কোচ, দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টকে সকলকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থনের কারণেই এ ঐতিহাসিক সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারা আগামীতেও অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতার অভিনন্দন : এদিকে সিরিজ সমতা আনায় এবং ২য় টেস্টে জয়লাভ করায় জাতীয় ক্রিকেট দল, বিসিবির সভাপতি, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার বিকালে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শুধু ওয়ানডে ক্রিকেটে নয় বরং টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে পারদর্শিতা দেখিয়েছে তা অবশ্যই গর্বের বিষয়। এ সময়ের অন্যতম সেরা ক্রিকেট দল ইংল্যান্ডকে হারানোর মধ্যদিয়ে বাংলাদেশ অনন্য উচ্চতায় আসীন হয়েছে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটেও নতুন আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে। বাংলাদেশ ক্রিকেটদল তাদের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে এই প্রত্যাশা করেন তিনি।

এফবিসিসিআইয়ের অভিনন্দন : ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশের অভূতপূর্ব জয়ে অভিনন্দন জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। রোববার এফবিসিসিআই থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজেদের সর্বোচ্চ শ্রম, মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ইংল্যান্ডের মত বড় দলের বিপক্ষে অসাধারণ নৈপুণ্যের বলে আজকের ম্যাচ জয় ছিল সত্যিই প্রশংসনীয়। বিগত সিরিজগুলোর ধারাবাহিকতায় আজকের ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দল তাদের সক্ষমতা, দেশপ্রেম ও দৃঢ় প্রত্যয়ের পরিচয় রেখেছে।

বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনগুলোতেও সুন্দর খেলা উপহার দিয়ে দেশবাসীকে উজ্জীবিত রাখবে এবং ক্রমান্বয়ে তাদের আরো উন্নতি সাধনে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছে এফবিসিসিআই।