ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে আফগানিস্তান।
ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার ঢাকায় আসার কথা রয়েছে দলটির। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক। সিরিজের নাম ‘রকেট ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং’।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সর ঘোষণা করে বিসিবি।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বুধবার ঢাকায় পা রাখবে আফগান শিবির। বাংলাদেশের বিপক্ষে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান। এই সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে রোববার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তান দল ঢাকা ছাড়ার আগেই ইংল্যান্ড দল ঢাকায় আসার কথা রয়েছে।