টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে গৌরনদীতে

মোঃ লিমন সরদার গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: জাতীয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবার এ গুরুত্বপূর্ণ কর্মসূচি আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে টানা ১৮ দিন।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সহযোগিতায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন সভাপতিত্ব করেন এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) ফিরোজ আলম সঞ্চালনা করেন।

এসময় বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা। সভায় জানানো হয়, টিকাদান কর্মসূচির প্রথম ১০ দিন স্কুলভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন স্কুলে না যাওয়া শিশুদের ইপিআই সেন্টারে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সহযোগিতায় এবার গৌরনদীতে শতভাগ শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা সম্ভব হবে।