লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের ভর্তি ও বেতন আদায়ের রশিদে বাংলাদেশ জিন্দাবাদ লেখা থাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকালে বেতন আদায়ের রশিদে বাংলাদেশ জিন্দাবাদ লেখা দেখে কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করে। এই খবর ছড়িয়ে পড়লে অধ্যক্ষের অপসারণের দাবিতে ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী ঢাকা-রামগতি মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন জানান, বাংলাদেশ জিন্দাবাদ লেখাটি প্রেসের ভুলের কারণে হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।