রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনা মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সদর থানায় এ মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই।
মামলার আসামি জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন ও গাড়িচালক কামাল। তবে ঘটনার সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে গাড়ি।
গতরাতে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় রিপনের পরিবারের কাছে। এরপরেই স্থানীয় শ্মশানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে, গতকাল ভোরে ফিলিং স্টেশনে তেল নেওয়ার পরে সুজনের থেকে টাকা চায় রিপন। তা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন বাধা দেয়। এসময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন সাহা।


