টাঙ্গাইলের ধনবাড়ীতে সততা ইট ভাটায় মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইসলামপুরে অবস্থিত সততা ইট ভাটায় অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ক্রাইম পেট্রোল বিডি সংবাদমাধ্যমে সততা ইট ভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের খবর পাওয়ার পর দ্রুত এই বিষয়টি ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ শাহিন মাহমুদকে অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে, ইউএনও জনাব মোঃ শাহিন মাহমুদ কর্তৃক গত ২৪ শে নভেম্বর রোজ সোমবার সকাল ১১:০০ টায় ভাটাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিচালনাকালে ইট ভাটায় ইট পোড়ানোর জন্য জ্বালানি কাঠের ব্যবহার নিশ্চিতভাবে প্রমাণিত হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘনের দায়ে ভাটার মালিককে সতর্কতামূলকভাবে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অনুসন্ধানে জানা যায়, ওই এলাকায় সততা ইট ভাটা ছাড়াও আরও কয়েকটি ইট ভাটা সক্রিয় রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: মেসার্স এম এম বি ট্রেডার্স, বংশাই ব্রিকস, মা ব্রিকস এবং মেসার্স হারুন কনস্ট্রাকশন (হিরা ব্রিকস)।

এসব ভাটায় পরিবেশগত নিয়ম মানা হচ্ছে কিনা, তা জানতে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ক্রাইম পেট্রোল বিডিকে এ বিষয়ে কোনো সঠিক বা সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

এলাকাবাসীর কাছ থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী, এই ইট ভাটাগুলো থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও কালো ধূলিকণা এলাকার জনস্বাস্থ্য এবং প্রাকৃতিক পরিবেশের উপর এক মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের দাবি, এই ভাটাগুলো অনিয়ন্ত্রিতভাবে পরিবেশ দূষণ করে স্থানীয় বাসিন্দাদের জীবন ও প্রকৃতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

এই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রশাসন কঠোর বার্তা দিলেও, এলাকার সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে পরিবেশ সুরক্ষার স্বার্থে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় জনসমাজ।