টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন  তিনি।

শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা উপলক্ষে ভূঞাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে  ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মাহবুব হোসেন ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান খান।

এ সময় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ভূঞাপর উপজেলায় ৪০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি। ৬০ ভাগ বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি। উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করতে মোট ৮২৬ কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় হয়েছে ১২৩.৯০ কোটি টাকা।