টাঙ্গাইলে অপহৃত পাঁচ শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে অপহৃত পাঁচ শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে শহরের আকুর টাকুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় শিশুদের অপহরণের অভিযোগে আন্তঃজেলা শিশু পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশোক কুমার সিংহ জানান, গোপন সূত্রে খবর পেয়ে শহরের তালতলা এলাকার মোহাম্মদ শাজাহানের বাসায় অভিযান চালিয়ে তার ভবনের নিচতলার ভাড়াটিয়া মির্জাপুরের বানিয়ারা কড়াইল গ্রামের মৃত প্রদীপ ভদ্রের স্ত্রী স্বপ্না ভদ্র (৫৭) ও তার ছেলে রানা ভদ্রকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে শিশু শ্যামা (১২), সংগীতা (১১), কাজল (১০), কৃশান (৪) ও অনলকে (৪) উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদকালে স্বপ্না ভদ্র জানান, উদ্ধার করা শিশুরা তার ভাই অসিম কুমার ভৌমিকের সন্তান। অসিম ও তার স্ত্রী ঢাকায় থাকেন এবং মাঝে মধ্যে এসে বাচ্চাদের দেখে যান। এ সময় ডিবি পুলিশের পক্ষ থেকে অসিম ভৌমিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে বাচ্চাদের সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন বন্ধ করে দেন।

অভিযোগ আছে, স্বপ্না ও তার ছেলে রানা কয়েক মাস বয়সী বাচ্চা অপহরণ বা চুরি করে এনে লালন-পালন করছে। শিশুদের বাবা-মায়ের তথ্য তাদের জানা নেই। শিশুরা বড় হওয়ার পর তাদের দিয়ে অপরাধমূলক কাজ করানো বা বিদেশে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

উদ্ধার হওয়া শিশুরা জানায়, তারা ছোট-বেলা থেকেই স্বপ্না ভদ্রর কাছে আছে। তাদের বাসায় লেখাপড়া করানো হয়।

এই ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় স্বপ্না ভদ্র ও তার ছেলে রানা ভদ্রসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামিরা হলেন, স্বপ্না ভদ্রের ভাই অসীম কুমার ভৌমিক, তার স্ত্রী নুপুর ভৌমিক এবং স্বপ্না ভদ্রের দুই মেয়ে রনি ভদ্র (২৭) ও মনি ভদ্র (২৬)।

আগামীকাল বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। উদ্ধারকৃত শিশুদের সমাজ সেবা অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।