
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও ১০০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক-০৩-৭৩২৬) জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আউলিয়াবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
টাঙ্গাইলের সিনিয়র এএসপি (কালিহাতী সার্কেল) মো. মাছুদুর রহমান মনির এই তথ্য নিশ্চিত করেছেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকায় অভিযান চালায় কালিহাতী থানা পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও ১০০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে এ মুহূর্তে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আটককৃতদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে।