টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, সকালে এলেঙ্গা রিসোর্টের সামনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক পেছন থেকে টিনবোঝাই অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টিনবোঝাই ট্রাকের ওপর থাকা এক শ্রমিক নিহত হন।