নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না পেয়ে মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে মিরাজ (২৮) নামে এক মাদকাসক্ত যুবক।
সোমবার সকালে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কৈয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিরাজসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন কৈয়াপাড়া গ্রামের মো. আলীর স্ত্রী মিনারা বেগম (৪৮) ও তাদের প্রতিবেশী আকবর আলী (৫২)।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সকালে মিরাজ তার মায়ের কাছে নেশা করার জন্য টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিরাজ দা দিয়ে তার মা মিনারা বেগমকে কোপাতে থাকে। মিনারার চিৎকারে প্রতিবেশী আকবর আলী এগিয়ে এলে মিরাজ তাকেও কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে মিরাজ পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশকে খবর দেয়।
তিনি আরো জানান, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিরাজ, তার বড় ভাই আলামিন (৩০) ও বাবা মো. আলীকে আটক করা হয়েছে।