টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যানবাহন বিকল হয়ে যাওয়ায় বেশ কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে সকাল সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। আহতরা সবাই শিক্ষানবিস সেনা সদস্য। তারা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বাসে করে ছুটি কাটাতে বাড়ি ফিরছিলেন।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোওয়ারী জানান, ভোরে সেনবাহিনীর সদস্যদের বহন করা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি রিজার্ভ বাস একই দিকে যাওয়া একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত ও ১০ সেনা সদস্য আহত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি বিকল হয়ে যাওয়ায় মহাসড়কে প্রায় ১ ঘণ্টার বেশি যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা কবলিত যানবহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।