টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রলির হেলপার নিহত, চালক আহত

জেলা প্রতিবেদকঃ টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি উল্টে জমির মিয়া (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালক শাহীনুর আলম।

সোমবার (১১ মে) সকালে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।জমির মিয়া উপজেলার বাদেভূগোলহাট গ্রামের আবজাল আলীর ছেলে।

দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিয়াতুজ্জামান তুনির জানান, জমির মিয়া এলাকার শাহীনুর আলমের ট্রলিতে হেলপারের কাজ করতেন। সকালে তিনি চালক শাহীনুরের সঙ্গে ট্রলি নিয়ে ভূগোলহাট থেকে তীরছা ব্রিকফিল্ডে ইট আনতে যাচ্ছিলেন। পথে ভাদ্রা-দপ্তিয়র সড়কের ধুনাইলে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে মারা যান জমির ও আহত হন শাহীনুর।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।