
মোহাম্মদ হাসান আলী,জেলা ব্যুরোচীফঃ টাঙ্গাইলে শহরস্থ কালিপুর শ্রী শ্রী লোকনাথ মন্দিরের দেবতার স্বর্ণালন্কার ও প্রনামির টাকা চুরির অভিযোগ উঠেছে । সোমবার ২২মার্চ গভীর রাতে মন্দিরের প্রধান গেটের ও ভীতরের ৬ টি বড় তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভীতরে ঢুকে মন্দিরের দেবতার দেহে থাকা দুইটি চুড়,দেবতার গলার চেইন,কানের দুল,তুলসি পাতা,কপালের টিপ সহ প্রায় একভরি স্বর্ণালন্কার ও প্রনামির বাক্সর তালা ভেঙ্গে প্রায় দশ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি ।
টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে। সদর থানার ওসি জানান, মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে মন্দির কমিটি জানায় ইতিপূর্বেও এই মন্দির হতে ছয়টি সিসি ক্যামেরা, একটি মটর ও কয়েকটি ফ্যান চুরি হয়েছে। এঘনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও ভিতি বিরাজ করছে ।