
মোহাম্মদ হাসান আলী, জেলা ব্যুরোচীফঃ টাঙ্গাইলে ‘ র্যাব-১২’ ইয়াবা সহ হাতে নাতে এক যুবক কে আটক করেছে। টাঙ্গাইলের সদর উপজেলার গালা ইউনিয়নের সালিনা গ্রামে পুংলি নদীর পারে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কোম্পানি কমন্ডার মো এরসাদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়ামিন (২০) নামের এক যুবক কে ৯৫ পিস ইয়াবা সহ আটক করেছে ‘র্যাব-১২’ সিপিসি ৩ ।
আটককৃত ইয়ামিন কালিহাতি উপজেলার সহদেবপুর ইউনিয়নের আকুয়া গ্রামের আব্বাস আলীর ছেলে । র্যাব জানায়, ইয়ামিনকে আটক করার সময় তার নিকট হতে দুইটি মোবাইল , চারটি সিম ও পঁচানব্বই পিস ইয়াবা উদ্ধার করা হয় । টাঙ্গাইল সদর থানায় ইয়ামিনের নামে মাদক দ্রব্য মিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং ইয়ামিনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।