টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। প্রবল বর্ষণে সাগর উত্তাল থাকায় সোমবার সকাল থেকে বহির্নোঙরে অবস্থান করা জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না।

বন্দর সূত্র জানায়, বহির্নোঙরে অবস্থান করা জাহাজগুলোতে গম, সয়াবিন, লবন, সিমেন্ট শিল্পের কাঁচামালসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ বলেন, প্রবল বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে সোমবার বহির্নোঙরে অবস্থান করা জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না। পণ্য খালাস না হওয়ায় কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে লাইটার জাহাজ নোঙর করে রাখা হয়েছে।