টিউবলাইট নিয়ে হতাশ ঝু ঝু

বিনোদন ডেস্ক : চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ছিল সালমান খান অভিনীত টিউবলাইট। কিন্তু মুক্তির পর সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে সিনেমাটি। প্রথম সপ্তাহে আয় করেছে মাত্র ১০০ কোটি রুপি, যা ঈদে মুক্তিপ্রাপ্ত সালমানের যে কোনো সিনেমার আয়ের তুলনায় খুবই কম।

এদিকে টিউবলাইট সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রাখেন চীনা অভিনেত্রী ঝু ঝু। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। কিন্তু সিনেমার ব্যর্থতার কারণে খুবই হতাশ হয়েছেন ঝু ঝু। প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিউবলাইট সিনেমার ব্যর্থতায় খুবই হতাশ হয়েছেন ঝু ঝু। সিনেমাটি মুক্তির আগে প্রচারণায় ছিলেন না এ অভিনেত্রী। তাই সিনেমা মুক্তির পর ভারতে আসার কথা থাকলেও সিনেমাটির ব্যর্থতার কারণে নাকি এখন তা বাতিল করছেন তিনি।

অন্যদিকে সালমান খান এখন ব্যস্ত টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল এটি। পাঁচ বছর বিরতির পর এ সিনেমায় আবারো ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধেছেন সালমান। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।