সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পাকিস্তান।
২০২০ সালের অক্টোবরে পাকিস্তানে প্রথম টিকটক নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন এই নিষেধাজ্ঞা কয়েক দিন চলে। টিকটক প্রতিশ্রুতি দিয়েছিল, অশ্লীল ও অনৈতিক পোস্ট যারা দিচ্ছে, তাদের সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।
এরপর আবারো গত ১১ মার্চ পিটিএ টিকটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পেশোয়ার হাইকোর্ট। আদালতের মতে, টিকটকের অনেক ভিডিও পাক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।
কিন্তু এবার টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। অনৈতিক কোনো কনটেন্ট আপলোড করা হবে না- এ মর্মে পাকিস্তানের পেশোয়ার হাইকোর্ট বৃহস্পতিবার (০১ এপ্রিল) এ নিষেধাজ্ঞা তুলে নেন।
দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বলেন, ভবিষ্যতে এমন বিষয়ে খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পাকিস্তানের ভবিষ্যৎ অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।