টিকাটুলি এলাকা থেকে ২৮৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলি এলাকা থেকে ২৮ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১।

শনিবার সকালে টিকাটুলি এলকার অভয়দাশ লেনের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে সেখান থেকে তাদের অন্য এক সহযোগী পালিয়ে গেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানান, পলিয়ে যাওয়া ব্যক্তিকে আটকের চেষ্টা করা হচ্ছে।