
করোনাভাইরোসের টিকার বিষয়ে আশার সমান ফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, ধনী দেশগুলো করোনাভাইরাসের অনেক টিকা মজুত করে রেখেছে। এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী ধনী দেশগুলোকে ইঙ্গিত করে বলেন, কখনো কখনো তারা টিকা দিচ্ছে। কিছু একটার বিনিময়ে তারা তা দেয়। এ জন্য তারা পরোক্ষভাবে চাপ দেয়।
এদিকে, দেশে এখন পর্যন্ত ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন মানুষ।
টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪০১ আর নারী ৮৬ লাখ ৬৬ হাজার ৪৫৮ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৩ লাখ ৬১ হাজার ৪৫০ আর নারী ৫২ লাখ ২০ হাজার ৯২ জন।