টিকা নিয়ে জ্বরে আক্রান্ত রচনা ব্যানার্জীর

চলমান মহামারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জী। তবে টিকা নিয়ে অসুস্থ হয়ে পরেন তিনি। অসুস্থবোধ করায় বিশ্রামে পাঠানো হয়েছে রচনাকে।

মঙ্গলবার (৯ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা নেন রচনা ব্যানার্জী।

 

এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, টিকা নিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বর ও মাথা ঘুরছে তার। তাই দুই দিন বিশ্রামে থাকবেন তিনি।