টিকা নিয়ে বিপাকে সৃজিত

নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। এই অবস্থায় এখন থেকেই অনেকে সাবধান থাকার চেষ্টা করছেন। সম্প্রতি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সৃজিত। সেই ছবিও শেয়ার করেন তিনি। আর সেখান থেকে বিতর্কের সূত্রপাত। করোনার টিকা নিয়ে এবং টিকা নেওয়ার ছবি শেয়ার করে বিতর্কে পড়লেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রশ্ন উঠতে থাকে পরিচালকের বয়স নিয়ে। কারণ টিকা সংক্রান্ত কিছু নিয়ম রয়েছে সরকারের।

ভারতে ৬০ বছরের বেশি হলে তবেই তিনি করোনা টিকা নিতে পারবেন। অথবা যাদের বয়স ৪৫ এর বেশি এবং যাদের আরও কো-মর্বিডিটি রয়েছে সঙ্গে, তারাও এই টিকা নিতে সক্ষম। কিন্তু সৃজিতের বয়স এখনও ৪৫ ছোঁয়নি। তাহলে কেন তিনি টিকা নিলেন সেই প্রশ্নবানেই নেটিজেনরা তাকে বিদ্ধ করতে থাকেন।

বিতর্ক শুরু হতেই সেই টিকা নেওয়ার ছবি সরিয়ে দেন সৃজিত। তবে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন তিনি। সৃজিত জানান তিনি তার বন্ধুর থেকে শুনেছিলেন যে করোনা টিকা নেওয়ার বয়সের সীমা ৪০-এ নামিয়ে আনা হয়েছে। যেহেতু উচ্চরক্তচাপের সমস্যা রয়েছে তাই তিনি ভ্যাকসিন নেন বলে জানান। কিন্তু ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরে তিনি জানতে পারেন যে, বয়সের সীমায় কোনও পরিবর্তন হয়নি। ৪৫ বছর হলে, তবেই টিকা নেওয়া যায়। এই বিষয়ে সৃজিত বলেছেন, এখন তো আর নিজেকে আনভ্যাক্সিনেট করার সুযোগ নেই। কিন্তু কথা দিচ্ছি যে দ্বিতীয় ডোজ নেব না। এই পোস্টটিও মুহূর্তে ছড়িয়ে পড়ে। তবে ভুল বুঝে সৃজিতের এই স্বীকারোক্তিতে বরফ গলেছে অনেকটাই।