টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত চৈতি

বলিউডের মতো টলিউডেও বাড়ছে করোনার প্রকোপ।  ভ্যাক্সিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী চৈতি ঘোষাল।

বুধবার (২১ এপ্রিল) সকালে কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ আসে এই আভিনেত্রীর। এ তথ্য নিজেই নেটমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, ‘‘কাজ করতেই হবে। তাই অতিমারি ঠেকাতে টিকা নিয়েছিলাম।’’ আফসোস, কিন্তু শেষরক্ষা হল কই?

চৈতি ছাড়াও সংক্রমণ ছড়িয়েছে ভরত কল, অনুশ্রী দাস, জয়শ্রী মুখোপাধ্যায়, শ্রুতি দাস, চান্দ্রেয়ী ঘোষ সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীর শরীরে।

এ প্রসঙ্গে চৈতির অনুযোগ, ‘‘টেলিপাড়ার নিয়মগুলো শুধুই নিয়ম হয়েই রয়ে গিয়েছে।’’