টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত পরেশ রাওয়াল

কয়েক দিন ধরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের বেশ কয়েক জন তারকা । এবার সেই তালিকায় নাম লিখলেন ভারতীয় অভিনেতা-রাজনীতিবীদ পরেশ রাওয়াল।

শুক্রবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ কথা জানান তিনি।

টুইটারে পরেশ রাওয়াল লিখেছেন, ‘দুর্ভাগ্যক্রমে আমি কোভিড-১৯ এ আক্রান্ত। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে টেস্ট করিয়ে নেবেন।’

উল্লেখ্য, আক্রান্ত শনাক্ত হওয়ার ১৭ দিন আগে (৯ মার্চ) করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। টুইটারেই বিষয়টি জানিয়েছিলেন তিনি। ভ্যাকসিন নেয়ার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজ্ঞানী, চিকিৎসাকর্মী ও সম্মুখসারিতে কাজ করা ব্যক্তিদের ধন্যবাদ জানান।

এর আগে তার স্ত্রী স্বরূপ রাওয়ালও করোনার টিকা নেন।