টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এবারের ঈদে বাসের টিকিট বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের কালোবাজারির অভিযোগ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘এ সময় রাস্তায় যেন যান চলাচলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য ট্রাফিক পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় গাড়ি চলাচল, থামানো, যাত্রী উঠানো সব কিছুই নির্দিষ্ট জায়গায় করতে হবে। রাস্তার ওপর গাড়ি রাখা যাবে না। একই সঙ্গে চালকদের লাইসেন্স থাকতে হবে। চালকের লাইসেন্স না থাকলেও তার বিরুদ্ধে মামলা হবে।’

তিনি আরো বলেন, ‘কালোবাজারিই নয়, এবার বাস টার্মিনালগুলোতে অজ্ঞান বা মলম পার্টির দৌরাত্মরোধে পুলিশের সাদা পোশাকের টিম কাজ করছে। শুধু গাবতলীতেই নয়, অন্য টার্মিনালেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যদি কোনো পুলিশ সদস্য এ সময় দায়িত্বে অবহেলা করেন তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণকেও নিরাপত্তার স্বার্থে সহযোগিতার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এ সময় মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।