বিনোদন ডেস্ক : টিভি উপস্থাপিকা এবং প্লেবয় ম্যাগাজিনের সাবেক মডেল ডানা বোরিসোভা। সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়েছে তার নগ্ন ছবি।
বর্তমানে রাশিয়ার একটি টিভি চ্যানেলে ‘মিলিটারি জার্নাল’ নামের একটি শোয়ের উপস্থাপিকা হিসেবে কাজ করছেন তিনি। বোরিসোভার দাবি হ্যাকাররা তার ই-মেইল হ্যাক করে এ ছবি অনলাইনে ফাঁস করেছে।
৪০ বছর বয়সি বোরিসোভা দাবি করছেন, হ্যাকাররা প্রথমে ই-মেইল অ্যাকাউন্ট থেকে তার বিয়ের সকল ছবি মুছে ফেলেছে। এরপর অনলাইনে খোলামেলা ছবি ফাঁস করেছে।
সিনেমাতেও অভিনয় করেছেন বোরিসোভা। তিনি মনে করছেন, এ হ্যাকিংয়ের পেছনে তার সাবেক স্বামী ব্যবসায়ী আন্দ্রে কিসচেনকোর হাত রয়েছে। ২০১৫ সালের জুনে বিয়ে হয়েছিল আন্দ্রে এবং বোরিসোভার। কিন্তু বিয়ের আট মাস পার না হতেই বিচ্ছেদের জন্য আবেদন করেন এ জুটি।
এ মডেল-অভিনেত্রী আরো দাবি করেছেন, একটি ই-মেইল অ্যাকাউন্টে তিনি তার সকল ছবি সংরক্ষণ করে রাখতেন। সেগুলো সব মুছে ফেলা হয়েছে।
বোরিসোভা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে বেশ কিছু চমৎকার ছবি ছিল। সেগুলো অন্য কোথাও সংরক্ষণ করা ছিল না। সেগুলোও মুছে ফেলা হয়েছে।’