টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির একাধিক রেকর্ড

খেলা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক রেকর্ডের মালিক ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

আসন্ন এ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলির সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ১১৪১ রান করেছেন বিরাট কোহলি। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৪টি ফিফটি হাঁকিয়েছেন কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার কীর্তিও গড়েছেন বিরাট কোহলি। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি করেছেন ৩১৯ রান।

শুধু তাই নয়! বিরাট কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি দুটি (২০১৪ ও ২০১৬ সালে) টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন।