টেইলরের ইনজুরিতে নিউজিল্যান্ড দলে ব্রুম

ক্রীড়া ডেস্ক : ডানেডিন টেস্টের প্রথম ইনিংসেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেইলর। আর গোড়ালিতে পাওয়া এ চোটের কারণে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না কিউই এ তারকা ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেইলরের পরিবর্তে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড দলে সুযোগ পেতে যাচ্ছেন নেইল ব্রুম। ওয়েলিংটনেই নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে পারে তার।তবে ইনজুরির কারণে টেইলর দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়লেও হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দেখা যেতে পারে তাকে।

সম্প্রতি নিউজিল্যান্ডে ঘরোয়া দলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে চলছেন নেইল ব্রুম। ফলে নিউজিল্যান্ড জাতীয় দলে সীমিত ফরম্যাটে ডাক পান তিনি। এবার টেইলরের ইনজুরির সুযোগে টেস্টে কপাল খুলতে যাচ্ছে ব্রুমের।

নেইল ব্রুমের সম্ভাবনা নিয়ে নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেন, ‘ওয়ানডে দলে বেশ কিছু সময় ধরে সাফল্যের সঙ্গেই খেলছে ব্রুম। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটেও বেশ ভালো পারফর্ম করে আসছে সে। মিডলঅর্ডারে আমরা রস টেইলরের অভাব বোধ করতে পারি। এটা নেইলের জন্য বড় একটি সুযোগ। সে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত রয়েছে।’