
কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্প এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ সাদেক (১৮) নামে এক যুবককে আটক করেছে এপিবিএন পুলিশ সদস্যরা। আটক সাদেক ওই ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে।
উপজেলার হ্নীলা ইউননিয়নের লেদা টাওয়ার এলাকা গতকাল শনিবার রাতে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা নয়াপাড়া এপিবিএন পুলিশের একটি দল লেদা ২৪নং ক্যাম্পে টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।