কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও কোস্টগার্ড।
শনিবার সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ড ৭০ হাজার ও মৌলভীপাড়া থেকে বিজিবি ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি ও কোস্টগার্ড।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. নাফিউর রহমান জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল টেকনাফ স্থলবন্দরস্থ জঙ্গলে অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে দেখে কোস্টগার্ডের টহল দল চ্যালেঞ্জ করলে তারা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দুটি প্যাকেট থেকে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদী পার হয়ে মৌলভীপাড়া দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে নাজিরপাড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় পাচারকারীরা ইয়াবার প্যাকেট পেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটে ৮০ হাজার পাওয়া যায়।